
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শনিবার থেকে আবার শুরু হবে আইপিএল। ভারত-পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এক সপ্তাহ বন্ধ ছিল কোটিপতি লিগ। নিরাপত্তাজনিত কারণে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ পরিত্যক্ত হয়। ভারত-পাকিস্তান বর্ডার থেকে ধর্মশালার দূরত্ব বেশি নয়। প্লেয়ারদের দিল্লি ফেরানোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। সেখান থেকে দেশে ফিরে যায় বিদেশি প্লেয়াররা। নিজেদের শহরে ফিরে যায় ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু সেদিনের ভয়াবহ দৃশ্য ভুলতে পারেননি অস্ট্রেলিয়ার মহিলাদের দলের অধিনায়ক অ্যালিসা হিলি। স্বামী মিচেল স্টার্কের সমর্থনে ধর্মশালায় উপস্থিত ছিলেন তিনি।
আইপিএল ফের শুরুর প্রাক্কালে ধর্মশালায় সেই ভয়াবহ রাতের কথা তুলে ধরলেন হিলি। তিনি বলেন, 'অদ্ভুত অভিজ্ঞতা। হঠাৎ কয়েকটা বাতিস্তম্ভের আলো নিভে যায়। আমরা ওপরে বসে অপেক্ষা করছিলাম। সবার পরিবার এবং সাপোর্ট স্টাফ নিয়ে আমাদের গ্রুপটা বড় ছিল। তারপর একজন এসে আমাদের তাড়াতাড়ি বাসে উঠে পড়তে বলে। ওর মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল।' হিলি জানান, তিনি যখন ড্রেসিংরুমে পৌঁছন ফাফ ডু'প্লেসি জুতো পরে ছিলেন না। স্টার্ক তাঁকে জানায়, কাছাকাছি একটি শহরে মিসাইল পড়েছে। হিলি বলেন, 'ও বলল, আমাদের তখনই বেরিয়ে যেতে হবে। আরেকজন এসে একটা বাচ্চাকে কোলে তুলে বলে, আমাদের এখনই স্টেডিয়াম ছাড়তে হবে। আমরা বুঝতে পারছিলাম না কী হচ্ছে। আমাদের কেউ কিছু বলছিলও না। পরের মুহূর্তে আমাদের একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। সেখানে সব প্লেয়াররা ছিল। ফাফের পায়ে জুতোও ছিল না। আমরা সবাই খুব উদ্বিগ্ন ছিলাম। আমি মিচকে জিজ্ঞেস করি। ও জানায়, ৬০ কিলোমিটার দূরে একটা মিসাইল পড়েছে, তাই ক্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। সেই কারণেই আলো নিভিয়ে দেওয়া হয়। তারপর আমাদের ভ্যানে ঠেসে দেওয়া হয়। আমরা হোটেলে ফিরে যাই।' হিলি আরও জানান, বর্ডারের কাছের এলাকা পুরো যুদ্ধের আবহ তৈরি হয়েছিল।
উইকেটের পর অটোগ্রাফ দিতে দিতে কড়া শাস্তি, নিষেধাজ্ঞার মুখে পড়লেন দিগ্বেশ
অবসর নিয়ে কোনও কথা হয়নি, আরসিবির ড্রেসিংরুমের সিক্রেট ফাঁস সল্টের
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
বৃষ্টিতে পিছিয়ে গেল টস, ম্যাচ ভেস্তে গেলে প্লে অফের দৌড় থেকে বিদায় নেবে কেকেআর
ভূমিকা বদলাচ্ছে, বাকি আইপিএলে কোন পজিশনে ব্যাট করতে দেখা যাবে রাহুলকে?